অনলাইন ইনকাম এর মাধ্যমে টাকা আয়ের অন্যতম ১০ টি উপায়

সতর্কতাঃ অনলাইন ইনকাম করে টাকা আয় করার ক্ষেত্রে কাজের জন্য একটি সাইটে একটির বেশি অ্যাকাউন্ট খুলবেন না৷ তাহলে, আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেয়া হতে পারে৷

ফ্রিল্যান্সিং 
সম্ভবত অনলাইনে টাকা উপার্জনের জন্য সবচেয়ে ভাল এবং বিশ্বস্থ পন্থা হলো ফ্রিল্যান্সিং। যদিও অনলাইন ইনকাম করার জন্য ফ্রিল্যান্সিংয়ে সবাই দক্ষ কিংবা সফল হয়না, তবুও সঠিকভাবে চেষ্টা করলে এ ক্ষেত্রে সফল হওয়া সম্ভব এবং আশাতিরিক্ত টাকা উপার্জন করা সম্ভব। অনলাইনে আয় এর জন্য ফ্রিল্যান্স সাইটগুলোতে কাজ করার ক্ষেত্রে সাধারনত যে সমস্যাগুলো হয়- সেগুলো হলো একজন প্রার্থীর যথেষ্ঠ যোগ্যতা না থাকা, কাজের জন্য যোগ দেয়ার পর প্রোফাইল ঠিকমতো তৈরি না করা, নিজের ব্যাপারে কিংবা অভিজ্ঞতা সম্পর্কে যথেষ্ঠ তথ্য না দেয়া, কোনো কাজে আবেদনের সময় কাভার লেটার ঠিকমতো না লেখা ও নমুনা প্রদান না করা, অল্প সময় তথা কিছুদিন চেষ্টা করে কাজ না পাওয়ায় হাল ছেড়ে দেওয়া ইত্যাদি। 

অ্যাফিলিয়েট মার্কেটিং
ইন্টারনেটে টাকা আয় করার অপর একটি অতি পরিচিত মাধ্যম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এ ক্ষেত্রে একজন কর্মী কাজ করবেন কোন সংস্থা অথবা কোম্পানির পন্য বা সেবা প্রচার, প্রসার অথবা বিক্রয়ের লিংক হিসেবে। অনলাইনে এমন অনেক সংস্থা রয়েছে, যাদের মাধ্যমে আপনি তাদের পন্য বা সেবাকে ভোক্তার নিকট পৌঁছে দিয়ে অর্থ উপার্জন করতে পারেন। এটি অনলাইন ইনকাম করার জন্য জনপ্রিয় একটি মাধ্যম৷ 

পিটিসি/ জিপিটি সাইট 
ইন্টারনেটে অথবা অনলাইনে অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে পিটিসি/ জিপিটি সাইটে কাজ করা একটি অতি সুপরিচিত ধারনা। এর কারন সম্ভবত অনলাইনে এ সকল কাজ করা যতটা সহজ, অন্যসকল কাজ করা ততটা নয়। যেহেতু অনলাইনে টাকা আয় করতে সারাবিশ্বে প্রতিদিন সাধারন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে এবং কোটি কোটি মানুষের মধ্যে সবাই ইন্টারনেটে সবধরনের কাজ করতে পারদর্শী নয়, তাই অনেক লোকই পিটিসি/ জিপিটি সাইটে কাজ করে টাকা উপার্জনে আগ্রহী হয়ে উঠছে। 

মাইক্রোজবস সাইট
অনলাইনে আয় করার জন্য এরকম সাইটগুলোতে পাঁচ ডলার, দশ ডলার এরকম ছোট ছোট কাজগুলি করতে পারবেন। এসব ওয়েবসাইটে এমন কিছু কাজ রয়েছে যা একজন লোকের পক্ষে কয়েক মিনিটেই সম্পন্ন করা সম্ভব। আপনি যে কাজগুলো যথাযথভাবে সম্পন্ন করতে পারলেন সেই অনুসারে টাকা ইনকাম করতে পারবেন। অনেক ক্ষেত্রেই যারা অনলাইনে পার্ট টাইম কাজ করতে আগ্রহী তারা এ ধরনের সাইটগুলোতে কাজ করতে উৎসাহী হয়ে থাকেন। 

রিওয়ার্ড সাইট
যেহেতু রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার, এ সাইটগুলো তার সদস্যদের বিভিন্ন ধরনের কাজ করতে দেয় এবং তার বিনিময়ে কখনো পয়েন্ট অথবা ক্যাশ টাকা পুরস্কার দিয়ে থাকে। এ সকল পয়েন্টগুলো ক্যাশে রূপান্তরিত করা যায় অথবা অনলাইনে কেনাকাটা করা যেতে পারে। অনলাইন ইনকাম করতে এটি একটি অতি জনপ্রিয় মাধ্যম৷ 

অনলাইন সারভে
অনলাইন সারভে তথা জরিপ সাইটগুলো সকল ধরনের জনগোষ্টির নিকট হতে কোন পন্য, সেবা, প্রতিষ্ঠান কিংবা যে কোনো বিষয়ের উপর জনসাধারন হতে তথ্য, উপাত্ত বা মতামত গ্রহণ করে এবং তা ব্যবহার করে কোনো পন্য বা সেবার মান, চাহিদা এবং নানা দিক মূল্যায়ন করে থাকে। এসব তথ্য- উপাত্তের আলোকে তারা ডাটাবেজ তৈরি করে এবং তা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে। সারভে সাইটগুলোতে কাজ করেও অনলাইন ইনকাম করা সম্ভব। 

সামাজিক মাধ্যম অথবা স্যোশাল মিডিয়ার মাধ্যমে আয় (ফেইসবুক লাইকিং, শেয়ারিং ইত্যাদি) 
আপনার যদি ফেইসবুক, গুগল প্লাস, টুইটার ইত্যাদি সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট থেকে থাকে এবং যদি তা নিয়মিত ব্যবহার করে থাকেন, তবে এগুলো ব্যবহার করেও আপনি অনলাইন ইনকাম এর চেষ্টা করতে পারেন। 

বিভিন্ন সাইটে ব্লগ বা আর্টিকেল লেখার মাধ্যমে
আপনার যদি নিজের ব্লগ কিংবা ওয়েবসাইট না থেকে থাকে, সেক্ষেত্রে অনলাইনে বেশ কিছু ব্লগ বা ওয়েবসাইট রয়েছে, যারা আপনাকে তাদের ব্লগে লিখতে দিবে। আপনার লেখা আর্টিকেলটি যদি ভালো মানের হয় তবে সেই আর্টিকেলটি বা পোস্টটির জন্য তারা আপনাকে অর্থ প্রদান করবে। এভাবেও অনলাইনে আয় করা যেতে পারে। 

রেভিনিউ শেয়ারিং 
কোনো কোনো ব্লগ কিংবা ওয়েবসাইটে যেমন আর্টিকেল লেখা বা পোস্ট লেখার মাধ্যমে টাকা ইনকাম করা যায়, তেমনি এমন কিছু ওয়েবসাইট রয়েছে যারা নিজেরাই অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকে এবং ইতিমধ্যেই তারা বিভিন্ন সাইটের সাথে অংশিদারিত্ব স্থাপন করেছে। সেক্ষেত্রে তাদের সাইটে আপনি আর্টিকেল বা ব্লগ লেখার মাধ্যমে তাদের আয়ের লভ্যাংশ শেয়ার করতে পারেন। 

নিজের পন্য কিংবা সেবা বিক্রয়ের মাধ্যমে
দুইভাবে এ কাজটি করা সম্ভব। প্রথমত, যদি আপনার নিজের ব্লগ বা ওয়েবসাইট থেকে থাকে তবে সে ব্লগ অথবা ওয়েবসাইটে নিজের পন্যের বিজ্ঞাপন দেয়ার মাধ্যমে সরাসরি তা বিক্রয় করতে পারেন। দ্বিতীয়ত, যদি নিজের ব্লগ বা ওয়েবসাইট না থেকে থাকে তবে অন্য সাইটে আপনার পন্য বা সেবার বিজ্ঞাপন দিয়ে বিক্রয় করতে পারেন। 

শুধুমাত্র ইন্টারনেট ব্রাউজিং করার মাধ্যমে
শুধুমাত্র ইন্টারনেট ব্রাউজিং করার মাধ্যমেও আপনি অনলাইন হতে টাকা উপার্জন করতে পারেন। ইন্টারনেটে এমন কিছু সাইট রয়েছে যারা এধরণের কাজের জন্য অর্থ প্রদান করে থাকে। আপনি যদি প্রতিদিন দীর্ঘ সময় ধরে ইন্টারনেট ব্যবহার করেন, তবে আপনি অনায়াসেই এ কাজটি করতে পারেন। 


লেখাটি যদি আপনার ভাল লেগে থাকে এবং আপনি যদি মনে করেন এর দ্বারা অন্য কেউ উপকৃত হবে, তবে আপনার বন্ধুদের সাথে নিচের ফেইসবুক কিংবা গুগল প্লাস বাটনের সাহায্যে লেখাটি শেয়ার করুন। ভাল থাকবেন।

8 comments:

  1. শুভেচ্ছা জানাচ্ছি,

    আমি হেমা ইন্সটাফরেক্স পার্টনার ম্যানেজার।

    আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই ইন্সটাফরেক্স পার্টনার প্রোগ্রামে যেখানে আপনি কমিশন পাবেন আপনার প্রতিটা গ্রাহক থেকে। গ্রাহকদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পাড়বেন। এর জন্য আপনাকে কোন ইনভেস্ট বা ট্রেড করতে হবে না ।

    আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন, আমরা কৃতার্থ হব আমাদের পরস্পরের লাভ সম্পর্কে আলোচনা করতে । আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।

    ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।

    ReplyDelete
  2. অসাধারণ হয়েছে...এই পোস্টের আকারের চেয়ে আরো তিন গুন বড় কমেন্ট করে ও এই পোস্টের গুন প্রকাশ করা সম্ভব হবে না। আপনার প্রতিনিয়ত পোস্টের মান দেখে আমি সত্যিই আশ্চর্য হয়ে যাই।
    আপনি সত্যিই একজন জিনিয়াস �� এরকম একটি ব্লগের নিয়মিত পাঠক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সত্যি আজ অসম্ভব সুন্দর একটি পোস্ট করেছেন।অনেক বেশি ভালোবাসা রইল

    ReplyDelete
    Replies
    1. অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমি দুঃখিত যে অনেকদিন অসুস্থ ছিলাম। ফুটবল খেলতে গিয়ে হাঁটুতে সমস্যা হওয়ার অপারেশন করাতে হয়েছিল। অনেকদিন হাসপাতালে থাকতে হয়েছিল। খেয়াল করেছেন বোধহয়, অনেকদিন নতুন কোনো পোস্ট লিখতে পারিনি। এখন প্রায় সম্পূর্ণ সুস্থ। তাই, আবার লেখালেখি শুরু করলাম। দোয়া করবেন আমার জন্য। এখন থেকে আরও ভালো লেখা আপনাদের উপহার দেব ইনশাল্লাহ্। আপনার জন্যেও আমার দোয়া রইল। যেখানেই থাকুন না কেন, খুব খুব ভালো থাকবেন।

      Delete
  3. অনলাইন ইনকাম সম্পর্কে এতো সুন্দর করে আগে কেউ বুঝাই নি,, আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ স্যার।

    ReplyDelete
  4. Hi Sir, I am your website viewer, just as your
    other articles attracts us, your articles help us a
    lot. Thanks for publishing this article.Techno Prokash Create Dofolow Backlink

    ReplyDelete
  5. Thanks sir share this information.He has really sweet responses to basically all of these:Thank you so much💋✅😂🤣💋💕💋god bless you

    ReplyDelete
  6. আপনার quality পোস্টগুলির গুণমান দেখে আমি সত্যিই অবাক হয়েছি , আপনি সত্যই একজন প্রতিভা, আমি এই জাতীয় ব্লগের নিয়মিত পাঠক হতে পেরে নিজেকে ধন্য মনে করি...Mobile price bd স্যার দয়া করে একবার হলেও আমার সাইটটা ভিজিট করবেন |

    ReplyDelete