8/17/2018

ডংকিমেইলস পিটিসি সাইট এ কিভাবে কাজ করবেন



অনলাইন ইনকাম এর ক্ষেত্রে ডংকিমেইলস একটি অত্যন্ত বিশ্বস্ত পিটিসি সাইট। 
অনলাইন ইনকাম এর জন্য যারা পিটিসি সাইটে কাজ করতে চান, ডংকিমেইলস তাদের জন্য হতে পারে একটি আদর্শ সাইট। নিচে আপনি কিভাবে এটিতে কাজ করবেন, তা দেখানো হলো: 













ডংকিমেইলস সাইটের হোম পেইজ এ যান এবং চিত্রে দেখানো Members অপশন এর উপর ক্লিক করুন।













সাইট এ লগিন হওয়ার জন্য অপশন আসবে। প্রথম বক্সে ডংকিমেইল এ সদস্য হওয়ার সময় আপনি যে ইমেইল অথবা ইউজার নেইম দিয়েছিলেন, তা দিন এবং দ্বিতীয় বক্সে সে সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন, তা দিন।













এখন Login অপশনে ক্লিক করুন।













এখন চিত্র অনুযায়ী Paid2Click অপশনটিতে ক্লিক করুন।













উপরের চিত্রের মতো অপশন আসবে। এটি হতে অ্যাড এর লিঙ্কটির উপর ক্লিক করুন।













উপরের চিত্রের মতো দেখতে পাবেন একটি সংখ্যার উপর ক্লিক করতে বলছে। সংখ্যাটির উপর ক্লিক করুন।













অ্যাড টি দেখানো শুরু হবে এবং সময় গণনা শুরু হবে। নির্দিষ্ট্ সময় পর্যন্ত অপেক্ষা করুন।














নির্দিষ্ট সময় পর চিত্রের মতো দেখাবে যে অ্যাডটি আপনার দেখা সম্পূর্ন হয়েছে। এখন ট্যাবটি ক্লোজ করে একইভাবে বাকী অ্যাডগুলো দেখতে পারেন। অনলাইন ইনকাম বা আয় এর ক্ষেত্রে পিটিসি সাইটগুলোতে অ্যাড দেখাই এখানে মূল কাজ। তবে অন্যান্য কাজ এর মধ্যে রয়েছে সার্ফ করা, সাইন আপ করা ইত্যাদি। অন্যান্য কাজ সম্পর্কে জানার জন্য নিয়মিত আমার ব্লগ পোস্টগুলো দেখতে থাকুন।

No comments:

Post a Comment