9/09/2017

অনলাইন ইনকাম- মাইক্রোজব সাইটে কাজ করা



মাইক্রোজব সাইটে কিভাবে কাজ করবেন 
অনলাইনে ইনকাম এর জন্য মাইক্রোজব সাইটগুলোতে কাজ করা অনেকটাই ফ্রিল্যান্সিং সাইটগুলোর মতই। শুধুমাত্র ফ্রিল্যান্সিং সাইটের কাজগুলো অনেক বেশি পেশাদারিত্বের এবং দক্ষতার। অন্যদিকে মাইক্রোজব সাইটের কাজগুলো তুলনামূলকভাবে কম পেশাদারিত্বের। প্রথমে আপনাকে ঐ সাইটের সদস্য বা মেম্বার হতে হবে। 

সদস্য বা মেম্বার হতে যা লাগবে 
১। ১টি ইমেইল অ্যাকাউন্ট
২। ১টি অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট (পেইজা, পেইপাল, ওকেপে ইত্যাদি ) 


কিভাবে সদস্য হবেন 
আমার দেয়া সাইটটির নামের উপর ক্লিক করুন। সাইটটির পেজ এ যাবেন। এখন দেখুন কোথায় Sign Up, Join, Registration, Free Join ইত্যাদির যে কোনো একটি আছে। তার উপর ক্লিক করুন। আপনাকে একটা ফরম দেয়া হবে। ফরমটি পূরন করুন। ফরম এ সাধারনত আপনার নাম, পাসওয়ার্ড, জন্ম তারিখ, ইমেইল অ্যাড্রেস ইত্যাদি চায়। সঠিকভাবে সব তথ্য পূরন করুন। আর যেখানে Terms and Policy Agreement বক্স থাকে তাতে টিক চিহ্ন দিতে হবে। এক্ষেত্রে যদি আপনার অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট আইডি আগে চায় তবে তা আগে দিন, আর তা না হলে পরে যোগ করতে পারবেন। এখানে একটি কথা জানা প্রয়োজন যে, আপনি যে ইমেইল অ্যাড্রেস ব্যবহার করে আপনার অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট খুলেছিলেন, সেটাই আপনার অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট আইডি। তথ্যগুলো যেন আপনার মনে থাকে, কেননা পরে তা আবার প্রয়োজন হতে পারে। সব তথ্য দেয়া হয়ে গেলে সবার নিচে দেয়া Submit, Sign Up, Join, Registration, Free Join ইত্যাদি বাটনের যেটা থাকে, সেটাতে ক্লিক করুন। এখন ঐ সাইট হতে আপনার ইমেইলে একটি মেইল পাঠানো হবে। আপনার ইমেইলটি খুলে ঐ সাইট থেকে দেয়া মেইলটা চেক করুন। মেইলটিতে সাইট থেকে যদি কোনো লিংক দেয়া হয়ে থাকে তবে তাতে ক্লিক করুন। লিংকটি আপনাকে যেখানে নিয়ে যাবে সেখানে গিয়ে দেখুন আপনার ইমেইল Verified অথবা Confirmed হয়েছে কিনা। যদি হয়ে থাকে তবে আপনি এখন ঐ সাইটটির একজন সদস্য হয়ে গেলেন। 


কিভাবে কাজ করবেন 
আপনি সদস্য হয়েছেন । এখন কিভাবে কাজ শুরু করবেন? সাইটটিতে ঢুকুন। ঢোকার জন্য, যে সাইটটির সদস্য হয়েছেন, তার পেজ এ যান। এবার দেখুন কোথায় Sign In, Log In ইত্যাদি রয়েছে। তাতে ক্লিক করুন। দুটি কিংবা তিনটি বক্স আসবে। যেটাতে ইউজারনেইম অথবা ইমেইল অ্যাড্রেস দিতে বলা হয়েছে তাতে তাই দিন। যে বক্সে পাসওয়ার্ড চায় তাতে পাসওয়ার্ড দিন। আর একটা বক্সে সাধারনত ক্যাপচা এন্ট্রি চায়। দেখা যায় কোনো ইংরেজী শব্দ বা সংখ্যা বা ছবি দেয়া থাকে, তা হুবহু একটা বক্সে লিখতে হয়। এসব দিয়ে এখন Sign In, Log In অথবা Enter দিন। এভাবে আপনি সাইটটিতে ঢুকলেন। এরপর আপনি সাইটটিতে কাজ করবেন। আমি ইতিপূর্বেই উল্লেখ করেছি যে মাইক্রোজব সাইটগুলোতে কাজ করা অনেকটাই ফ্রিল্যান্সিং সাইটগুলোতে কাজ করার মত। শুধু ফ্রিল্যান্সিং সাইটে কাজগুলো সাধারনত বড় পরিসরের, আর মাইক্রোজব সাইটের কাজগুলো তুলনামূলকভাবে ছোট পরিসরের হয়ে থাকে। 


কাজ করার জন্য নিচের মাইক্রোজব সাইটগুলো দীর্ঘদিন ধরে বিশ্বস্থ এবং জনপ্রিয় বলে বিবেচিত হয়ে আসছে- 



No comments:

Post a Comment